দুরন্ত ক্রিকেটার জেমাইমা
ডেস্ক প্রতিবেদন
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০১:৪৮ পিএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
দুরন্ত জেমাইমা। ১৬ বছরের মুম্বইয়ের বাসিন্দা ব্যাট হাতে তাক লাগিয়ে দিচ্ছেন। ভারতে মেয়েদের অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে চলছে। এ টুর্নামেন্টে জেমাইমার হাই ভোল্টেজ পারফরম্যান্সের প্রশংসায় সবাই পঞ্চমুখ। ৪ বছর বয়সে তার ক্রিকেটে হাতেখড়ি। ১৩ বছর বয়সেই মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছেন। নিয়মিত রান পাচ্ছেন।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে টুর্নামেন্টে জেমাইমা ১৬৩ বলে ২০২ রান করেন। তার ইনিংস এদিন সাজানো ২০ টি চার দিয়ে। মাত্র ১৩ বছর বয়সে অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্টে যাত্রা শুরু জেমাইমা রডরিগেজের। এই টুর্নামেন্টে এর আগে দুটি শতরান এসেছে মুম্বইয়ের এই কিশোরীর ব্যাট থেকে। সুপার লিগ টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ৩০০।
খুব ছোট বয়স থেকে ক্রিকেটে হাত পাকিয়েছেন তিনি। তবে শুরুটা বোলার হিসেবে হলেও ধীরে ধীরে নিজেকে ব্যাটসম্যান হিসেবে পরিণত করেন তিনি। ক্রিকেট ছাড়া হকিও খেলেন এই কিশোরী।
মূলত জেমাইমার ব্যাটে ভর দিয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মুম্বই ৫০ ওভারে ২ উইকেটে ৩৪৭ রানের বিশাল স্কোর খাড়া করে।অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট টুর্নামেন্টে সৌরাষ্ট্রের বিপক্ষে রোববার মুম্বাই অনূর্ধ্ব-১৯ দল প্রথমে ব্যাট করতে নামে। মুম্বাইর অধিনায়ক জেমাইমা ১৬৩ বল মোকাবেলা করে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন। তার এই ইনিংসে ২১টি চারের মার থাকলেও কোনো ছক্কা ছিল না। স্ট্রাইক রেট ছিল ১২৪। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে মুম্বাই। দ্বিতীয় উইকেট জুটিতে এস রাউতের সঙ্গে জেমাইমা ৩০০ রান তোলেন!
তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৪২ বলে ১৭৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার সেই ইনিংসে ভর করে গুজরাটের বিপক্ষে মুম্বাই ৫০ ওভারে ৩২৩ রান সংগ্রহ করেছিল।
মুম্বই থেকে চিরদিনই বহু ক্রিকেটার এসেছেন যারা আন্তর্জাতিক স্তরেও নিজেদের প্রমাণ করেছেন। মুম্বইয়ের ফিল্ড অফ ড্রিমের ছাত্রী জেমাইমা এরকমই ক্রিকেট প্রতিভার উদাহরণ।
