ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:১০:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রূপগঞ্জ দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি এম আবদুল হামিদ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

রাষ্ট্রপতি অগ্নিকান্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের পর ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।