ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১১:৫০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিস্তার পানি বিপদসীমার উপরে, চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল ৬টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো সময় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

সদর উপজেলার গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, ‘তিস্তার পানি কয়েকদিন স্বাভাবিক অবস্থায় ছিল। সোমবার সকালে উজানের ঢলের কারণে বাড়তে শুরু করে।

লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর জানান, বন্যার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।


-জেডসি