ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ২:৪৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশের সকল রুটে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ২৩ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনা করা যাবে৷

এতে আরো বলা হয়, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার অন্যান্য) চলাচল বন্ধ থাকবে৷

যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোন ছাড় নয়। ডেক এবং চেয়ারে ৬০ শতভাগ ভাড়া বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, বাস বা ট্রেনের ক্ষেত্রে যেভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব, লঞ্চের ক্ষেত্রে অনেক সময় সেটা কঠিন। তারপরও আমরা ডেকে ‘মার্কিং’ করে দিয়েছি। মার্কিং অনুযায়ী চলতে হবে। লঞ্চ মালিকরাও যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখায় তাহলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

এদিকে বাস ও ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের বিষয়টি নিশ্চিত করা গেলেও লঞ্চে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। আগের অভিজ্ঞতা থেকে অনেক যাত্রী বলেছেন লঞ্চ মালিক-কর্মচারীরা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন। বিশেষ করে ডেকে গণহারে যাত্রী ওঠানোটা তাদের পুরনো অভ্যাস।

-জেডসি