ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১২:৫১:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চিরচেনা সেই তীব্র যানজটে নাকাল নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকারঘোষিত বিধিনিষেধ দুই সপ্তাহ পর শিথিল করেছে সরকার। তাই সড়কে চলছে গণপরিবহন, খুলেছে দোকান-পাট, বিপণিকেন্দ্র। একইসঙ্গে দেখা দিয়েছে রাজধানীর চিরচেনা সেই তীব্র যানজট।

বৃহস্পতিবার রাজধানীর কলেজগেট, আসাদগেট, আড়ং, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটরসহ বিভিন্ন স্থান ঘুরে যানজটের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ পর কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিন সকাল থেকেই কর্মজীবী মানুষেরা কর্মস্থলে যোগ দিতে ছুটছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ দোকানপাট, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলায় এসব পেশার মানুষেরা নিজ নিজ কর্মস্থলের উদ্দেশে ছুটছেন। ফলে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। অনেকে যানজটের কারণে গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে হেটে চলেছেন গন্তব্যে।

রাজধানীর খামারবাড়ি সিগন্যালে দেখা গেছে শত শত গাড়ি। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছে যানজটে। ফলে সুযোগ পেয়ে ঘুমিয়ে নিতেও দেখা গেছে গাড়ির চালককে। তীব্র গরম এবং যানজটে অতিষ্ট হয়ে গাড়ি থেকে নেমে দাড়িয়ে থাকছেন মানুষ।

স্বাধীন গাড়ির চালক আদনান বলেন, দীর্ঘদিন পর রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছি। এটাই আজ প্রথম টিপ। প্রথম টিপে এসেই দুই ঘণ্টা জ্যামে বসে আছি। কখন পৌঁছাবো আর কখন আরেকটা টিপ নিয়ে ফিরবো কে বলতে পারে। লকডাউন শিথিলের প্রথম দিনেই যদি এমন হয় পরে কী হবে, প্রশ্ন নাসিরের।

বাসযাত্রী তামান্না রহমান বলেন, আজ থেকে অফিস খুলেছে ভাই। অফিস মতিঝিলে। সকালে বের হয়েছি, এখন সাড়ে ১২ টা বাজে। এখনও ফার্মগেটে জ্যামে বসে আছি। কখন অফিসে পৌঁছাবো কী জানি। ভাবছি হেঁটে যাবো; কিন্তু অনেক রাস্তা। আবার প্রচুর গরমও। তাই হেটেঁ যাওয়ারও সাহস করছি না।

এদিকে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

ঈদের সপ্তাহে সারাদেশে কুরবানির পশুর হাট বসানোরও অনুমতি দিয়ে আজ থেকে ৮ দিনের জন্য লকডাউন শিথিল করে দেয়া হয়। তবে ২১ জুলাই ঈদ শেষে আবার ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। এই সময়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব মোতায়েন থাকবে। বন্ধ থাকবে গণপরিবহণ, অফিস, শপিংমল। এমনকি এবার গার্মেন্টসসহ শিল্প কলকারখানাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

-জেডসি