এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পঞ্চমবার সোনা জিতলেন মেরি
ডেস্ক প্রতিবেদন
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫১ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পঞ্চমবার সোনা জিততে সফল মেরি কম। তিনি যে চ্যাম্পিয়ন বক্সার, ৩৫ বছর বয়সেও প্রমাণ করলেন তা ৷ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একবার সোনা জিততে সফল ভারতের এই তারকা বক্সার ৷
বুধবার ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন মেরি ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই নিয়ে পঞ্চমবার সোনা জিততে সফল তিনি ৷ তবে ৪৮ কেজি বিভাগে এটাই প্রথম সোনা মেরির ৷
এর আগে চারবার এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন মেরি ৷ তাই স্বভাবতই মেরি কমই ছিলেন ফেভারিট ৷ গোটা বছর বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও সেখানে সাফল্য পাচ্ছিলেন না মেরি ৷ চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ফাইনালেই উঠতে পারছিলেন না তিনি ৷
অবশেষে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাজিমাত করলেন মেরি কম ৷ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার এদিন হারালেন উত্তর কোরিয়ার বক্সার হিয়াং মি কিম-কে ৷ ম্যাচের ফল মেরির পক্ষে ৫-০ ৷
