প্রিয়ভাষিণীর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৭ পিএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ভাস্কর্য শিল্পী ফেরদৌসি প্রিয়ভাষিণীর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। প্রিয়ভাষিণী বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, শেখ হাসিনা অসুস্থ ভাস্কর্য শিল্পীকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবদুল আজিজকে আজ বৃহস্পতিবার ল্যাবএইড হাসপাতালে পাঠান।
প্রিয়ভাষিণী গতকাল বিকেলে তার গুলশানের বাসায় পড়ে গিয়ে আঘাত পান। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
৭০ বছর বয়সী ভাস্কর্য শিল্পী ও মুক্তিযোদ্ধা প্রিয়ভাষিণীর এখনও চেতনা ফিরেনি। তিনি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
