চিকিৎসাবিদ্যায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসাবিদ্যায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। তার সময়ে দেশের মেয়েদের ক্ষমতায়ন বেড়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এবারের ডেন্টাল ভর্তি পরীক্ষায় অধিকাংশই মেয়ে। ছেলেদের সংখ্যা কম। এ ভর্তি পরীক্ষায় প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মেয়ে অংশ নিয়েছে। এতেই প্রমাণিত হয় মেয়েরা চিকিৎসাবিদ্যায় আরো আগ্রহী হচ্ছে।
তিনি আরো বলেন, আগে এমবিবিএস পরীক্ষায়ও দেখা গেছে, ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। এটা প্রধানমন্ত্রীর অর্জন। তার সময়ে নারীর ক্ষমতায়ন বাড়ছে। মেয়েরা চিকিৎসাশাস্ত্রে পড়ালেখায় আরো আগ্রহী হয়ে উঠেছে। মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাদের পড়াশোনা অনেক বেড়েছে।
কোনো ধরনের অনিয়ম ছাড়া সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
