ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১:০৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের ২৪ ঘণ্টায় করোনায় ২০০ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার

দেশের ২৪ ঘণ্টায় করোনায় ২০০ জনের মৃত্যু 

দেশের ২৪ ঘণ্টায় করোনায় ২০০ জনের মৃত্যু 

দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৮,৩২৫ জন মারা গেল। এছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১,৫৭৯ জনের দেহে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গতকাল সোমবার দেয়া পরিসংখ্যানে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল। এদিন মারা গিয়েছিল ২৩১ জন। গত দু'সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই কোভিডে মৃত্যুর সংখ্যা দুইশ বা এর আশেপাশে থাকছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ১১,৫৭৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

গত একদিনে ৩৯ হাজার ৫১০ টি নমুনা পরীক্ষা করা হয়।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১১ জন পুরুষ আর ৮৯ জন নারী। এদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ঢাকা বিভাগে।

এর পরেই রয়েছে খুলনা বিভাগ। সেখানে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও ৪৯ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯,৯৯৭ জন। আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.৩১ শতাংশ।

দেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।