ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২:১৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদ আনন্দে বৃষ্টির বিড়ম্বনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। ঈদ ঘিরে সারাদিন থাকে আনন্দ-উচ্ছ্বাস। নামাজ শেষ করে এসে শুরু হয় কুরবানির পশু জবাই। সারাদিনের নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি থাকে মুখরিত। তবে ঈদ আনন্দে যেন বাগড়া দিতে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সকাল ১০টার দিকে শুরু হয় ভারী বর্ষণ। চলে প্রায় এক ঘণ্টা।

বৃষ্টির কারণে পশু জবাই ও গোস্ত কাটাকাটির ক্ষেত্রে অনেকেই বিড়ম্বনায় পড়েন। বিশেষ করে যারা খোলা জায়গায় পশু জবাইয়ের পর গোস্ত কাটায় ব্যস্ত ছিলেন, বৃষ্টিতে তারা সমস্যায় পড়েন। অনেকে আবার বাসার সামনে ত্রিপল টানিয়ে কাজ সেরে নিয়েছেন।

অন্যদিকে আচমকা বৃষ্টিতে ছেদ পড়ে শিশু-কিশোরদের ঈদ আনন্দে। তাদের বাইরে ঘোরাঘুরি, ছোটাছুটি বন্ধ হয়ে যায়। তবে ধর্মপ্রাণ মুরব্বিরা বৃষ্টিতে খুশি। তাদের বক্তব্য, বৃষ্টি সব সময়ই আল্লাহর রহমত। ঈদের দিনের বৃষ্টি নিয়ে তাই অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঈদুল আজহার দিনে দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হবে। কোথাও ভারী অথবা টানা বর্ষণ হবে না। রোদও উঠবে, বৃষ্টিও হবে। সারাদিনই চলবে রোদ বৃষ্টির এমন খেলা।

 

-জেডসি