ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৩:১৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের সুলতান আহমেদ (৫৮), সুলতানা আক্তার (৩৪), ত্রিশালের খোদেজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের মানিক চক্রবর্তী (৬৩), পূর্বধলার লিফটন রায় (৩৮), দুর্গাপুর উপজেলার আশরাফ আলী (১০০) ও টাঙ্গাইলের মধুপুরের শেফালি আক্তার (৫৭)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের সদরের এরশাদ আলী (৮১), রীতা বেগম (৪৬), আবদুল বারি (৬৫), ফুলবাড়িয়ার মনজুরুল হক ( ৮০), জয়বুন্নেসা (৮০), গৌরীপুরের নুরুল আমিন (৮০), ফাতেমা আক্তার (৬০), মিনতি সরকার (৩৬), নেত্রকোনার কেন্দুয়ার জগবন্ধু (৭০), টাঙ্গাইলের সাজেদা বেগম (৪০) ও গাজীপুরের শ্রীপুরের রুনা আক্তার (২৮)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৩৯ জন রোগী  ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ৪৩১ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৩ শতাংশ।


-জেডসি