ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৩:১০:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৭ ঘণ্টায় ডিএসসিসির ৩৩ ওয়ার্ডের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আজহার দিন গতকাল বুধবার বেলা দুইটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩টি ওয়ার্ডের প্রায় শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, এ সময়ে ডিএসসিসির আটটি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ১০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪৩ ও ৬৬।

একই সময়ে ডিএসসিসির ১৬টি ওয়ার্ডের ৯৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা। এই ১৬ ওয়ার্ড হলো ৩, ৯, ১৯, ২০, ২৫, ২৮, ৩৫, ৪১, ৪২, ৪৬, ৪৭, ৫২, ৫৩, ৫৪, ৫৭ ও ৭১।
 
এ ছাড়া নয়টি ওয়ার্ডের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ২৩, ৩১, ৩৩, ৪০, ৪৪, ৪৫, ৪৮, ৫০ ও ৫৬।

গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ঈদের দিন থেকে নিয়োজিত থাকার কথা আগেই জানানো হয়। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা মাঠপর্যায়ে তদারকির জন্য ১০টি টিম গঠন করা হয়। স্থাপন করা হয় একটি নিয়ন্ত্রণকক্ষ।