ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৩:৩১:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিক্সড ইভেন্ট থেকে বিদায় নিলেন রোমান-দিয়া

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে আর্চারির মিক্সড ইভেন্টের সেরা ষোলোর লড়াই থেকে বিদায় নিয়েছেন দেশসেরা দুই আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দকী। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। তাদের বিপক্ষে রোমান-দিয়ারা হেরেছে ৬-০ সেটে।

প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে ৩৮, বাংলাদেশ ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া করেছে ৩৫, বাংলাদেশ ৩৩। তৃতীয় সেটে ভালোই ফাইট দিয়েছিল রোমানরা। কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮।

কিন্তু তাতে ফেরার কোনো সুযোগ ছিল না। পরপর তিন সেট হারার পরই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে কোরিয়ান দুই আর্চার।

এর আগে রোমান সানা তার ক্যারিয়ার সেরা ৬৮৬ স্কোর অতিক্রম করতে না পারলেও ৬৬২ স্কোর করে সতেরতম হন। রোমান সানা ও দিয়ার মিলিত স্কোর ১২৯৭। আর তাতেই ষোলোতম অবস্থানে জায়গা নিশ্চিত করে নেন মিক্সড ইভেন্টে। কিন্তু তাদের যাত্রাটা বেশিদূরে এগোলো না।

-জেডসি