ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ০:৫৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৯ হাজার, মুত্যু ৪১৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় চারশ। অন্যদিকে একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় ১২০ জন। 

সোমবার (২৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জনে; মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৬৭ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় একদিন পরই আগের চেহারায় ফিরেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন কম মানুষ। ফলে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে। দেশটিতে এখন সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৫ শতাংশে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৬১। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ১৮৯ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩১ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। 

ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪১ শতাংশে। এর আগে টানা ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ছিল ৩ শতাংশের নিচে। অন্যদিকে দেশটির মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।


-জেডসি