ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৪:৫৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় মৃত্যু-শনাক্তের সব রেকর্ড ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯২ জনের। এক দিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ১৯ জুলাই ২৩১ জনের মৃত্যু হয়েছিল, যেটি ছিল এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৫,১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন। গত একদিনে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪১ জন পুরুষ আর ১০৬ জন নারী। গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে।

২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেয়া পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া ঢাকায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে ৯,১১৯ জন।

এরপরেই রয়েছে চট্টগ্রাম। সেখানে মৃত্যু হয়েছে ৬১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১,০৫২ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.৮২ শতাংশ।