ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৭:৪৮:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পলিনার হাত ধরে অলিম্পিকে তুর্কমেনিস্তানের প্রথম পদক

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সোনা জিততে পারেননি, কিন্তু এরপরও তুর্কমেনিস্তানের ভারোত্তোলক পলিনা গুরিয়েভাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তা তো হবেই, কেননা তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে প্রথম পদকের দেখা পেল তুর্কমেনিস্তান।

মঙ্গলবার ভারোত্তোলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে ২১৭ কেজি উঠাতে সক্ষম হন দিনি। আর তাতেই নিশ্চিত হয়ে যায় রৌপ্য পদক। তুর্কমেনিস্তানে ইতিহাসে অলিম্পিকে এটাই প্রথম পদক।

এদিকে ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন চায়নিজ তাইপের কিউ হুসিং চুন। ২৩৬ কেজি উঠিয়ে রীতিমতো রেকর্ড গড়েছেন এই ভারোত্তোলক। এছাড়া গুরিয়েভার চেয়ে তিন কেজি কম উঠিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন স্বাগতিক দেশ জাপানের মিকিকো আনদোহ।


-জেডসি