ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৩:১৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে একদিনের ব্যবধানে ফের বেড়েছে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছে ৪৩ হাজার ৬৫৪ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় ১৪ হাজার। অন্যদিকে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ২২৫ জন।

বুধবার (২৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জনে, মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় বুধবার সামনে এসেছে উল্টো চিত্র। অর্থাৎ ধারবাহিকতা ভেঙে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে ফের বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৩ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৭ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। দেশটিতে সুস্থতার হার মঙ্গলবারের মতো বুধবারও রয়েছে ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবার এই ২ শতাংশের নিচে (১ দশমিক ৭৩ শতাংশ) থাকলেও বুধবার তা বেড়ে হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। টানা ৩৭ দিন ধরে দেশটিতে এই হার ৫ শতাংশের নিচেই রয়েছে।


-জেডসি