ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ২১:৫৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছেলেকে আইসিইউ ছেড়ে দিয়ে মৃত্যুর কোলে মা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সন্তানের জন্য নিজের আইসিইউ ছেড়ে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মঙ্গলবার রাতে। বুধবার (২৮ জুলাই) রাতে হাসপাতালের আইসিইউ বেডের ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস এসব তথ্য জানান।

জানা গেছে, চট্টগ্রামের সিএনবি কলোনী এলাকার ৬৫ বছর বয়সী মা কানন প্রভা পাল ও ৩৮ বছর বয়সী ছেলে শিমুল পাল করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ২২ জুলাই তাকে আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা। ছেলে ভর্তি ছিলেন সাধারণ ওয়ার্ডে। ধীরে ধীরে ছেলের অবস্থাও খারাপ হতে থাকে। তারই একপর্যায়ে মঙ্গলবার (২৭ জুলাই) আইসিইউয়ের প্রয়োজন হয় ছেলের। কিন্তু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ১৮টি আইসিইউ বেডেই রোগী ভর্তি তখন। ছেলের জন্য আইসিইউ না পাওয়ার সংবাদ চলে যায় আইসিইউতে ভর্তি থাকা মায়ের কানে। তাতেই ছটফট করতে থাকেন মা। নিজের হাতে লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ছেলেকে আইসিইউতে আনতে চিকিৎসকদের ইশারা দেন বৃদ্ধ মা। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, শত চেষ্টা করেও মাকে বোঝাতে পারেনি আমরা। বাধ্য হয়ে মাকে নামিয়ে ছেলেকে তোলা হয় আইসিইউতে। এর কিছুক্ষণ পরেই মা মারা যান।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মঙ্গলবার (২৭ জুলাই) রাতে বৃদ্ধ মা ছেলের জন্য আইসিইউ ছেড়ে দিয়েছেন। এই ঘটনাটি আমাদের চোখের সামনে ঘটেছে। কিন্তু আমরা নিরূপায়। মা বেঁচে নেই।

তিনি আরও জানান, পরিবারের সিদ্ধান্ত মোতাবেক মাকে আইসিসি থেকে নামিয়ে সন্তানকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসি থেকে সরানোর কিছুক্ষণ পরেই মা মারা যায়। 

-জেডসি