'৭ মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য' গ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:৪২ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর দেশের খ্যাতিমান লেখকদের বিশ্লেষণধর্মী লেখা নিয়ে প্রকাশিত `৭ মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য` শিরোনামে গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বইটির ই-বুক সংস্করণ ও মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সভার শুরুতে প্রধানমন্ত্রীকে আয়কর পরিচয়পত্র তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। নিয়মিত করদাতা হিসেবেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
সভায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।
