ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ৭:৩১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা গত ২৪ ঘন্টায় পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্তে ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের বাহার উদ্দিন (৬৫), জোবেদা খাতুন (৯০), ফুলপুর উপজেলার দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), হালুয়াঘাট উপজেলার রুহুল আমিন (৭৬), নেত্রকোনা বারহাট্টা উপজেলার মালেকা (৭২), জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২) এবং শেরপুর সদরের রহিমা বেগম (৫০)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), তারাকান্দা উপজেলার আব্দুল খালেক (৬৮), ফুলপুর উপজেলার সুলেমা (৫৭), মুক্তাগাছা উপজেলার শামসুন্নাহার (৬৪), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুর উপজেলার আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০), মধুপুর উপজেলার জহর আলী (৮০) এবং নেত্রকোনা সদরের রবিউল (৮০)।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ টি নমুনা পরীক্ষায় আরও ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৪৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৪ জন।