ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৩:২৪:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কন্ডোম দিয়ে নৌকা সারিয়ে অলিম্পিকে পদকজয়ী জেসিকা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার

জেসিকা ফক্স। ছবি: ইনস্টাগ্রাম থেকে

জেসিকা ফক্স। ছবি: ইনস্টাগ্রাম থেকে

টোকিও অলিম্পিক্সে কন্ডোমের অদ্ভুত ব্যবহার দেখল বিশ্ব। অস্ট্রেলিয়ার এক প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন কন্ডোমের সাহায্যে। এমনই অবাক ঘটনা ঘটল অলিম্পিক্সে।

নিয়ম অনুযায়ী অলিম্পিক্স ভিলেজে ঢোকার সময় প্রতিযোগীদের কন্ডোম দেওয়া হয়। অস্ট্রেলিয়ার ক্যানোইস্ট জেসিকা ফক্স সেই কন্ডোম ব্যবহার করলেন তার নৌকা সারানোর জন্য। নেটমাধ্যমে এই ঘটনা জানা যেতেই ভাইরাল হয়ে যায় ভিডিও। সেখানে দেখা যাচ্ছে প্রথমে কার্বোনের প্রলেপ লাগানো হচ্ছে। তারপর নৌকার মুখে কন্ডোম পরাচ্ছেন জেসিকা। 

নেটমাধ্যমে তিনি লেখেন, ‘বাজি ধরতে পারি যে কন্ডোম দিয়ে নৌকা সারানো যায়, এটা কেউ জানত না।’

অলিম্পিক্সে কে-১ বিভাগে তৃতীয় পদক জিতলেন জেসিকা। ২০১২ অলিম্পিক্সে লন্ডনে রুপো জিতেছিলেন তিনি। রিও অলিম্পিক্সের পর টোকিয়োতেও ব্রোঞ্জ জিতলেন জেসিকা। পদক জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।