ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১০:২০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার

বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ

বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সুপারিশ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৫ আগস্টের পর আরও ১০ দিন এ সময়সীমা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কয়েকদিন আগেই কেবিনেট মিটিংয়ে এ সুপারিশ করা হয় বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আরও আগেই এই চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ সরকারের কাছে করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি সরকার।’

তিনি বলেন, ‘যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেব? হাসপাতালে বেড ফাঁকা নেই। রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে, তাহলে পরিস্থিতি কঠিন হবে। অবস্থা খুবই খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনায় আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার।