ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ২১:২৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহামারি কবে শেষ হবে তা বিশ্ববাসীর হাতেই: হু প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মহামারি কবে শেষ হবে তা বিশ্ববাসীর হাতেই রয়েছে। গোটা বিশ্ব যদি মনে করে এই মহামারি শেষ হওয়া প্রয়োজন, তবেই তা শেষ হবে। শুক্রবার এ কথাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।

গত সপ্তাহে ৪০ লাখ সংক্রমণ হয়েছে গোটা বিশ্বে। যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আগামী দুই সপ্তাহের মধ্যেই সংক্রমণ ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হু প্রধান।

তিনি বলেছেন, গত চার সপ্তাহে হুর ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে কোভিডের সংক্রমণ ৮০ শতাংশ বেড়েছে। যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। এই সময়ের মধ্যে শুধু আফ্রিকাতেই মৃত্যু বেড়েছে ৮০ শতাংশের বেশি। আর এ সবের নেপথ্যে রয়েছে কোভিডের ডেল্টা রূপ। যা ইতোমধ্যে ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে।

ভাইরাস ক্রমাগত রূপ এবং চরিত্র বদলাচ্ছে। প্রথম সংক্রমণের যে রিপোর্ট এসেছিল, বর্তমানে সেই ভাইরাস অনেকবার রূপ পরিবর্তন করে আরো ভয়ানক হয়ে উঠেছে। এবং আগামী দিনে আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলেই মনে করছে হু।


-জেডসি