নীলফামারীতে ৩০৫ পিএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় অংগ্রহণকারী ৩০৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেসরকারি সংস্থা গুড নেইবার এসব উপকরণ বিতরণ করে। সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, নজরুল ইসলাম, গুড নেইবারস নীলফামারী কার্যালয়ের ব্যবস্থাপক কর্ণেলিউস দালবৎ, চিকিৎসা কর্মকর্তা ফরহাদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা পারভেজ আহমেদ, শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা রিফাত আল মাহমুদ প্রমুখ।
সংস্থার ব্যবস্থাপক কর্ণেলিউস দালবৎ জানান, সংস্থার আশির্বাদ প্রকল্প থেকে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় অংশগ্রহনকারী আটটি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কলম, পেন্সিল, রাবার, ক্লিপবোর্ড, স্কেল, পেন্সিল কাটার বিতরণ করা হয়।
