ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৫:৫৭:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও শিশু স্বাস্থ্যের জন্য হুমকি : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:২০ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও শিশু স্বাস্থ্যের জন্য বড় হুমকি। বর্তমানে প্রতি ১০০ জন গর্ভবর্তী নারীর মধ্যে ২০ জন গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।


আজ মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতালের মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, ডায়াবেটিক সমিতির মহাপরিচালক ডাঃ নাজমুন নাহার, ডায়াবেটিক সমিতি ল্যাবরেটরী উন্নয়ন প্রকল্পের পরিচালক ডাঃ শুভাগত চৌধুরী প্রমুখ।


প্রতিমন্ত্রী চুমকি আরো বলেন, ডায়াবেটিস রোগ নারী ও শিশু স্বাস্থ্যের জন্য বড় হমকি। একমাত্র সচেতনতা ও পরিকল্পিত গর্ভধারণ নারীকে এই দুর্যোগ হতে রক্ষা করতে পারে। ডায়াবেটিস সকল রোগের আহবায়ক। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কিডনী সমস্যা, হৃদরোগ সমস্যা, চোখের সমস্যা সহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।


মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, অনেক সময় ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা পরিবার এবং সমাজে ডায়াবেটিস রোগী হওয়ার কারণে অবহেলার শিকার হয় কিন্তু সেটা উচিত নয়, কারণ শিশুরা ডায়বেটিসের জন্য দায়ী নয়। নিয়মতান্ত্রিক জীবন যাপন করলে ডায়বেটিস থাকা সত্ত্বেও মানুষ সুস্থ্য জীবন যাপন করতে পারে।


নাজমুন নাহার বলেন, গর্ভাবস্থায় যেসব নারীরা ডায়বেটিসে আক্রান্ত হয় পরবর্তীতে তাদের মধ্যে ৫০% নারী স্থায়ী ডায়বেটিসে আক্রান্ত হয়, যা অত্যন্ত আশংকাজনক।


শুভাগত চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে যেসব রোগে মানুষের মৃত্যুর সংখ্যা বেশি, এর মধ্যে ডায়াবেটিস ৯ম অবস্থানে রয়েছে।


তিনি বলেন, গর্ভাবস্থায় ডায়বেটিস আক্রান্ত হওয়া বর্তমানে একটি বড় সমস্যা এবং সমস্যার কারণ হল অপরিকল্পিতভাবে গর্ভধারণ। গর্ভাবস্থায় নারী পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণেও শিশু ডায়বেটিস আক্রান্ত হয়। তাই এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সকল গর্ভধারণ হোক পরিকল্পিত।