ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৮:২৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৯০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯৩ জন, চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনের। করোনায় মারা গেছেন ২১ হাজার ৬৩৮ জন। 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।