পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে সফল আমিনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৫ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
আমিনা বেগম
বাড়ির পাশের পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে সফলতা অর্জন করেছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের আমিনা বেগম।
প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও এ ঘোষণা বাস্তবায়নে কাজ করছে।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনের পক্ষ থেকে সার, বীজসহ আর্থিক ও কারিগরি সহযোগিতায় জেলার প্রত্যন্ত গ্রামের আমিনা বেগম বাড়ির পাশের পরিত্যক্ত ৩ শতাংশ জমিতে নানা জাতের সবজি চাষ করেন। এরমধ্যে রয়েছে লালশাক, কলমি, পুঁই, ঢেঁড়স, শসা ইত্যাদি।
আমিনা জানান, বাজারেও যেতে হয় না। অনেক সময় জমি থেকেই বিক্রি হয় সবজি। এতে সংসারের জন্য সবজির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় হচ্ছে তার। এবার শুধু কলমি শাক বিক্রি করে ২ হাজার ৭৫০ টাকা বাড়তি আয় হয়েছে।
প্রতিবেশী মাহমুদা বেগম বলেন, সবজি চাষে আমিনা বেগমর সফলতা দেখে আমরাও সবজি চাষ করছি। আশা করি আমরাও সফল হবো।
জাকস ফাউন্ডশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন জানান, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের দিক নির্দেশনায় বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষে গ্রামীণ পর্যায়ে নারীদের সার, বীজসহ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে জাকস ফাউন্ডেশনের পক্ষ থেকে।
