ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তার সম্পর্ক, তদন্ত করবে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদকসহ গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা অভিনেত্রী পরীমনির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্কের বিষয় সংবাদমাধ্যমে যে খবর এসেছে সে বিষয়ে তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক পরীমনির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তার সম্পর্ক বিষয়ের অভিযোগ তদন্ত করার কথা জানান।

শনিবার সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমনি। এর পরদিনই উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আলোচিত বোট ক্লাব মামলার তদারক কর্মকর্তার দায়িত্ব পান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনের এডিসি গোলাম সাকলায়েন। তদন্তে করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, পরিচয়ের পর নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন পুলিশের সেই কর্মকর্তা। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দু’জনে। বিবাহিত সেই পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসেবে। সর্বশেষ পরীমনি সেই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় ১৮ ঘণ্টা। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুলিশে।

শনিবার সিআইডি কার্যালয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুককে। তিনি বলেন, পরীমনির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হবে। পরীমনির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওমর ফারুক আরও বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে যদি কোনো মামলার তদন্ত কর্মকর্তাও হন তাকেও আমরা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করব। নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা যা করা দরকার, আমরা সবই করবো। এর সঙ্গে যদি কোনো প্রভাবশালীও জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

-জেডসি