করোনায় মারা গেলেন শিক্ষাবিদ নাজমা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার
ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী (৭৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, তিনি কোভিড পজিটিভ ছিল। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ সকালে ইন্তেকাল করেছেন। বাদ আসর (রোববার) গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে অধ্যাপক নাজমা চৌধুরী দুই মেয়ে রেখে গেছেন। তার স্বামী সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী ২০০৪ সালে মৃত্যুবরণ করেন।
অধ্যাপক নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে তার।
নাজমা চৌধুরী ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। ২০০৮ সালে তিনি একুশে পদক পান।
