পরীমনি ফের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মাদকের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া পরীমনির সহযোগী দিপুরও রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য মঙ্গলবার পরীমনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মাদকের এই মামলাটিতে এর আগে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছিল অভিনেত্রী পরীমনিকে। রিমান্ড শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি।
গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। অভিযানকালে বাসাটি থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদর দপ্তরে।
পরদিন র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। মামলার পর সেদিনই আদালতে হাজির করে পরীমনি ও তার সহযোগী দীপুর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
-জেডসি
