তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে মডেল মৌ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার
মডেল মরিয়ম আক্তার মৌ। পুরোনো ছবি
মাদকসহ গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌকে মাদক আইনের মামলায় তৃতীয়দফায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে মৌকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক প্রবীন কুমার ঘোষ কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিকালে আসামি পক্ষে ঢাকা বার সভাপতি আব্দুল বাতেন জামিনের আবেদন করেন।উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১ আগস্ট রাতে মৌয়ের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তার তিন দিন, গত ৬ আগষ্ট আরও তিন দিন এবং সর্বশেষ গত ১০ আগস্ট আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলায় বলা হয়, জিজ্ঞাসাবাদে মৌ জানান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করতেন তিনি। বাসায় নাচ ও গানের আসর বসিয়ে লোকজন ডেকে এনে অর্থের বিনিময়ে তাদের কাছে মদ, ইয়াবাসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বিক্রিও করেন এই মডেল।
