বিপদসীমার ওপরে তিস্তার পানি, বন্যার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে; এতে আতঙ্কে রয়েছেন তিস্তাপাড়ের মানুষ।
সোমবার (১৬ আগস্ট) সকালে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারত নিয়ন্ত্রিত তিস্তার উজানে গজলডোবা ব্যারেজের কারণে পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে।
তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র জানায়, সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম বলেন, উজানের ঢলে পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে কোন সময় পানি নেমে যেতে পারে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র জানায়, শনিবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। রোববার বিকেল ৩টা থেকে তিস্তার পানি ৫২.৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ভারি বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি দুপুরের পর থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে।
-জেডসি
