চিড়িয়াখানায় বাঘ পরিবারে নতুন অতিথি দুর্জয়-অবন্তিকা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ পরিবারে নতুন দুই অতিথির আগমন ঘটেছে। করোনায় লকডাউনের সুযোগে চিড়িয়াখানার বাঘ পরিবারে জন্ম নিয়েছে নতুন শাবক দুটি।
করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণীরা নিজস্ব পরিবেশ ফিরে পায়। সেই সুযোগে আড়াই মাস আগে জন্ম নেয় শাবক দুটি। চিড়িয়াখানা খুললে দর্শনার্থীরা শাবক দুটি দেখতে পারবেন।
আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দুটির নামকরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। জাতীয় চিড়িয়াখানায় নতুন দুই বাঘ শাবকের নামকরণ করা হয়েছে দুর্জয় ও অবন্তিকা।
-জেডসি
