ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগামী শুক্রবার আশুরা, এবার তাজিয়া মিছিল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে। 
আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।
একই সাথে  পবিত্র আশুরা উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সকল  ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।
আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।