ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৭:৪৬:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরিশাল থেকে সব রুটের লঞ্চ ও বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল থেকে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস ও লঞ্চ চলাচল আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা কর্মী (আনসার) কর্তৃক গুলিবর্ষণে মহানগর আওয়ামী লীগ নেতাকর্মী আহত এবং আটকের ঘটনার জেরে বাস-লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আকস্মিক যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

অন্যদিকে সিটি করপোরেশনের আবর্জনা পরিবহনের গাড়ি দিয়ে সদর উপজেলা সংলগ্ন প্রায় এক কিলোমিটার বরিশাল-ঢাকা মহাসড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার দিবাগত রাতে ওই হামলা ও সংঘর্ষ হয়। বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য মমিন উদ্দিন কালু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে আনসার সদস্যদের গুলিতে এবং পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বরিশাল নদী বন্দরে থাকা লঞ্চের দায়িত্বরতরা জানান, লঞ্চ যাতায়াত না করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। তাই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কে বা কারা নিষেধ করেছে সে বিষয়ে কেউ কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি।

এর আগে বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।

এদিকে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ইউএনও মুনিবুর রহমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-জেডসি