ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দাম বেড়েছে মুরগি-শীতকালীন সবজির, কমেছে মরিচের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে চিনি, ডাল, ডিম, মুরগি ও শীতকালীন সবজির দাম। সেই সঙ্গে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকা কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের ভাষ্য মতে আমদানি করা মরিচের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার, পল্লবী এলাকা ও শ্যামলীর সমবায় বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানী হয়েছে শীতকালীন নানা সবজি। তবে গত সপ্তাহে শীতকালীন সবজির বাজার দর কিছুটা কম থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে এইসব সবজির দাম। শীতকালীন সবজি ফুলকপি প্রতি পিস ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা ছিল। বাজারে এসেছে শীতকালীন সবজি মূলা। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা।

এদিকে শীতকালীন সবজির দাম বাড়লেও অনেকটাই কমেছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এই সপ্তাহের বাজারে ১০০টাকা। সেই সঙ্গে লাউ প্রতি পিস ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। শশা প্রতি কেজি ৫০ টাকা, কালো বেগুন ১০০ টাকা, ঝিংগা ৬০ টাকা, সিম ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কাকরোল ৫০ টাকা, উচ্ছে ৬০ টাকা, চিচিংগা ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ভেন্ডি ৫০ টাকা, বরবটি ৮০টাকা, গাজর ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চাল কুমড়ার পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা ও কাঁচকলার হালি ৩০ থেকে ৪০ টাকা।

সবজি বিক্রেতা আনিসুর রহমান বলেন, গত সপ্তাহে মরিচের দাম ছিল অনেক বেশি। বৃষ্টির কারণে গাছ মারা যাওয়ায় আমদানি ছিল না। তাই দাম বেড়েছিল। এখন ইন্ডিয়া থেকে মরিচ আমদানি হচ্ছে, তাই বাজারে দামও কমেছে।

এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদার দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা। হলুদ ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডালের দাম ১০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গত সপ্তাহে ইন্ডিয়ান ডালের কেজি প্রতি দাম ছিল ৭০ টাকা।

এসব বাজারে কেজি প্রতি চিনির দাম বেড়েছে ৫ টাকা। বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি চিনির খুচরা মূল্য ছিল ৭০ থেকে ৭৫ টাকা। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।

বাজারে চিনির বিক্রেতা আহমেদ মামুন বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বেড়েছে। এই কারণে খুচরা বাজারে বাড়তে শুরু করেছে চিনির দাম।

বাজারে ৫ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে থেকে ১০৫ থেকে ১১০ টাকায়। হাঁসের ডিমের বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি খাসির মাংস ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত, গরুর মাংস প্রতি কেজি ৫৮০ টাকা। মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকা। প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। লেয়ার মুরগি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা।

এছাড়া মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় ইলিশ মাছ (দেড় কেজি) প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০টাকা দরে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেঁদে ২৫০ থেকে ৪০০ টাকা, পাঁবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব বাজারে।

-জেডসি