এবার রিমান্ড নয়, কারাগারে রাখার আবেদন পরীমনিকে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
তৃতীয় দফায় দেওয়া এক দিনের রিমান্ড শেষে শনিবার আবারও আদালতে তোলা হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। আদালতে তুলে এখন তাকে রাখা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায়।
এদিকে, মাদক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকা পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
আটক রাখার আবেদনে পরিদর্শক কাজী গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।
শনিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নেওয়া হয় পরীমনিকে।
গত ৪ আগস্ট র্যাবের হাতে আটক হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত মোট পাঁচ দফায় আদালতে তোলা হলো আলোচিত এই নায়িকাকে। প্রথমবার মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। দ্বিতীয় বার দেওয়া হয় দুই দিন। সেই মেয়াদ শেষ হলে গত বুধবার তৃতীয় দফায় পরীমনিকে আদালতে তোলা হয়।
এদিন নায়িকার আইনজীবী তার জামিনের আবেদন করেন। অন্যদিকে, সিআইডির আবেদনের প্রেক্ষিতে পরীমনিকে আবারও রিমান্ডে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। কিন্তু সেদিন শুনানি হয়নি। ফলে বৃহস্পতিবার পরীমনিকে আবার আদালতে তোলা হয়। এদিন নায়িকার রিমান্ড নামঞ্জুর করে তাকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়।
সেই মেয়াদ শেষ হওয়ায় পঞ্চম বারের মতো শনিবার আবারও আদালতে তোলা হলো মাদক মামলায় কারাবন্দি পরীমনিকে। আজ তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। তদন্তকারী সংস্থা সিআইডি থেকে জানানো হয়েছে, তারা আজ নায়িকার রিমান্ড চাইবে না।
গত ৪ আগস্ট সন্ধ্যায় পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মাদকসহ আটক করে র্যাব। ওই দিনই নায়িকার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করে বাহিনীটি। সেই মামলায় গত ১৩ আগস্ট থেকে তিনি আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে বন্দি।
তিনি এবার জামিন পাবেন, নাকি আরও কিছুদিন কারাগারে থাকবেন- তা জানা যাবে কয়েক ঘণ্টা বাদেই।
-জেডসি
