জুরাইনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১৯ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার
রাজধানীর জুরাইনে সাদিয়া আফরিন মোমো (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে জুরাইনের কমিশনার মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাসার দ্বিতীয় একটি কক্ষে ওই গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের সদস্যরা। সাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে সাদিয়ার স্বামী রাকিব হাসান সাংবাদিকদের জানান, তাদের বিয়ে হয়েছে তিন বছর আগে। সম্প্রতি তিনি বেকার হয়ে পড়েন। এ কারণে পরিবারে কিছুটা অভাব রয়েছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাদিয়া নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে সিটকিনি আটকে দেয়।
রাকিব হাসান বলেন, সাদিয়া রুমে ঢুকার পর কিছুক্ষণ তাকে ডাকিনি। পরে যখন তাকে ডাকলাম তখন দেখি কোনো সাড়া পাচ্ছি না। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে সাদিয়া।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
