প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১০:৪৯ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার
আজ রোববার ১৯ নভেম্বর থেকে সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি। নবমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষা নকলমুক্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হতে এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।
এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। এর মধ্যে প্রাথমিকে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। আর ইবতেদায়ি পরীক্ষায় ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন।
এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। পরীক্ষার্থী কমলেও তাদের মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বাড়ছে। এবার ছাত্রদের চেয়ে ১ লাখ ৮৯ হাজার ৮০১ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। সারা দেশের ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে পরীক্ষা হবে। অন্যান্যবারের মতো এবারও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। এবার প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়িতে ৩৭৯ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী অংশ নেবে।
