একনেকে নতুন ৮ প্রকল্প, ব্যয় ৫ হাজার ৪৪১ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৩ হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি কোটি টাকা।
মঙ্গলবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সরকারি বাসভবন গণভবন থেকে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমকে এ তথ্য জানান।
-জেডসি
