টিটিতে বিশ্বের দুই নম্বরকে হারিয়ে দিলেন ভারতের ভাবিনা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
ভারতের টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল
ভারতের টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল টোকিও প্যারালিম্পিকের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছেন। তিনি আজ শুক্রবার বিশ্বের দ্বিতীয় নম্বর বরিস্লাভা র্যাঙ্কোভিচকে হারিয়ে দুর্দান্ত জয়ের সাথে টেবিল টেনিস নারী ইভেন্টের সেমিফাইনালে উঠলেন। এই জয়ের ফলে ভাবিনা টোকিও প্যারালিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করলেন।
আজ ভারতের ভাবিনা প্যাটেল রিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী বরিস্লাভা র্যাঙ্কোভিচকে মাত্র ১৮ মিনিটে ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে পরাজিত করেন। ভাবিনা পরবর্তীতে সেমিফাইনালে চীনের মিয়াও ঝাংয়ের মুখোমুখি হবেন। অন্য কোয়ার্টার ফাইনালে ঝ্যাং জার্মানির সান্দ্রা মিকোলাসেককে ১১-২, ১১-৮, ৫-১১, ১১-৯ ব্যবধানে পরাজিত করে।
আজ ‘সাই মিডিয়া’র পক্ষ থেকে টুইট করে ভাবিনাকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘একটি দারুণ ম্যাচ! প্যারালিম্পিকের ইতিহাসে সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় নারী হিসেবে আপনি ইতিহাস সৃষ্টি করলেন’।
এছাড়াও প্যারালিম্পিকে ইন্ডিয়ার পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে ভাবিনাকে।
