ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২২:২১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বপ্নের সমান নিজেকে প্রস্তুত করতে হবে: জারা মাহবুব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কাজী আইটি সেন্টারের কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কাজী আইটি সেন্টারের কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব

মেয়েদের চলার পথ সুগম নয় বলে মন্তব্য করেছেন কাজী আইটি সেন্টারের কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব। তিনি বলেছেন, ‘তাকে প্রতি পদে পদে পার করতে হয় নানারকম বাধা। চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।স্বপ্নের সমান নিজেকে প্রস্তুত করতে হবে।আশাবাদী হতে হবে।’
আজ শনিবার বিকেলে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভার্চুয়াল ওরিয়েন্টেশনে অতিথি বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান।
জারা মাহবুব আরও বলেন, ‘কমিটমেন্ট করতে হবে। নিজের লক্ষ্য ঠিক করতে হবে। উদ্দেশ্যকে সামনে রেখে সেই অনুযায়ী সামনে যেতে হবে।’
কাজী জাহেদুল হাসান বলেন, ‘বর্তমান সময়ে একটা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমি বলব সেন্ট্রাল উইমেন্স সেই পর্যায়ে আছে।ছাত্রীদের নিরাপত্তা এবং মানসম্মত শিক্ষা দেওয়াই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান বলেন, ‘মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আমাদের এই ইউনিভার্সিটি।এখানে ছাত্রীরা শুধু পড়াশোনাই করবে না তারা ধীরে ধীরে কারিকুলাম এক্টিভিটিসে হয়ে উঠবে দক্ষ।’
এসময় আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, সব বিভাগের চেয়ারপারসনসহ শিক্ষকরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।