ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৫:৫৭:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সরকারি প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৬০ হাজার পদ শূন্য রয়েছে : ইসমত আরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১২:০৮ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

বর্তমানে দেশে সরকারি কার্যালয়, মন্ত্রণালয়, অধিদপ্তরগুলোতে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেছেন, সরকারি কার্যালয়গুলোতে শূন্য পদে লোক নিয়োগ করা একটি চলমান প্রক্রিয়া। এরই মধ্যে শূন্য পদ পূরণের জন্য সকল ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

সোমবার বিকেলে দশম সংসদের ১৮তম অধিবেশনে তিনি এসব কথা বলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের (নোয়াখালী-২) প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সংসদ অধিবেশনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

ইসমত আরা সাদেক বলেন, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে অষ্টম, নবম এবং ১০-১২ গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, ১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে ধারাবাহিকভাবে সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/বিভাগ স্ব স্ব নিয়োগবিধি অনুযায়ী উক্ত সৃজিত পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে।