বিগব্যাশে খেলতে অষ্ট্রেলিয়া যাচ্ছেন রুমানা ও খাদিজা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১১:৩৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৭ শুক্রবার
ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশের দুই জনপ্রিয় মেয়ে ক্রিকেটার রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। ইতমধ্যেই এ দুই খেলোয়াড় নিজেদের সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। নিজ নিজ দলের জার্সিও হাতে পেয়ে গেছেন তারা।
৯ ডিসেম্বর শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেয়েদের বিগ ব্যাসের তৃতীয় আসর। টুর্নামেন্টের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। ব্রিজবেন হিটের হয়ে বিগব্যাশ খেলতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা যাবেন ১০ জানুয়ারি। আর মেলবোর্ন স্টারসে সুযোগ পাওয়া খাদিজা যাবেন ১৬ জানুয়ারি।
টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক রুমানা। অফস্পিনার খাদিজা টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। দুজনই জাতীয় দলে রেখে চলেছেন বিশেষ অবদান।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ছেলেদের ক্রিকেটে এর আগে বাংলাদেশের একমাত্র সাকিব আল হাসান খেলেছেন। আর এবারই প্রথম মেয়েদের ক্রিকেটি সুযোগ মিললো ওই দুই মেয়ে ক্রিকেটারের।
