চলে গেলেন নভোতনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:২২ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় ইয়ানা নভোতনা। মাত্র ৪৯ বছর বয়সে চির নিদ্রায় শায়িত হলেন চেক প্রজাতন্ত্রের সাবেক এ টেনিস তারকা।
ক্যারিয়ারে তিন উইম্বলডনের ফাইনালে খেলার কৃতিত্ব দেখান ইয়ানা নভোতনা। ১৯৯৩ ও ১৯৯৭’র ফাইনালে হার দেখেন তিনি। তবে ১৯৯৮’র ফাইনালে নাতালি তাউজিয়াতকে হারিয়ে কুড়ান উইম্বলডন শিরোপা।
১৯৯৩’র ফাইনালে জার্মান তারকা স্টেফি গ্রাফের কাছে হার শেষে টেনিস কোর্টে কান্নায় ভেঙে পড়েন ইয়ানা নভোতনা। আর তার কান্না থামাতে এগিয়ে যান কোর্টে উপস্থিত বৃটিশ প্রিন্সেস ক্যাথারিন।
আন্তর্জাতিক মহিলা টেনিস সংস্থার (ডাব্লিউটিএ) শোক বার্তায় বলা হয়, টেনিস কোর্টে ও কোর্টের বাইরে ইয়ানা (নভোতনা) ছিলেন একজন অনুপ্রেরণাদায়ক মানুষ। টেনিস ইতিহাসে তার নাম চির উজ্জ্বল হয়ে থাকবে। টেনিসে নিপুন ভলির জন্য খ্যাতি ছিল নভোতনার। ক্যারিয়ারে ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে তার সেরা অর্জন ছিল দ্বিতীয় স্থান।
