অভিনেত্রী পরীমনির জামিন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০১ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার
অভিনেত্রী পরীমনির জামিন শুনানি আজ
অভিনেত্রী পরীমনির জামিন আবেদনের শুনানি আজ মঙ্গলবার শুরু হবে। তিন দফা ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে থাকা এ আসামির শুনানি ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ গ্রহণ করবেন।
মামলার আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, পরীমনির জামিনের বিষয়ে দায়রা আদালত থেকে মঙ্গলবার আমরা ইতিবাচক একটি আদেশ আশা করছি। সিএমএম আদালত থেকে আমরা হতাশ হলেও দায়রা আদালত হতাশ করবেন না।
সর্বশেষ গত ১৯ আগস্ট পরীমনির জামিনের আবেদন নামঞ্জুর করে তৃতীয়দফা ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। সিএমএম আদালতের জামিন নামঞ্জুর ওই আদেশের বিরুদ্ধে গত ২২ আগস্ট মহানগর দায়রা জজ আদালতে পরীমনির পক্ষে জামিন আবেদন দাখিল করা হয়। বিচারক ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ঠিক করেন। জামিন শুনানির দিন আগামী ১৩ সেপ্টেম্বর ২১ দিন বিলম্বে ধার্য্য হওয়ায় তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনির আইনজীবী জেডআই খান পান্না ও মো. মজিবুর রহমান।
গত ২৬ আগস্ট হাইকোর্ট ২ দিনের মধ্যে কেন জামিন শুনানির নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে বিচারক কেএম ইমরুল কায়েশকে ১ সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর রুল জারি করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ ওই আদেশ প্রদান করেন। গত রবিবার হাইকোর্টের ওই আদেশ পাওয়ার পর বিচারক ইমরুল কায়েশ হাইকোর্টের রুলের জবাব দেওয়ার আগেই ৩১ আগস্ট জামিন শুনানির তারিখ পুনর্নির্ধারণ করে এগিয়ে আনেন।
