ঢামেকে থেকে শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৮ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৪০ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন মাসের এটি শিশু নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসারত জুয়েল মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার শিশুটিকে বুকে নিয়ে স্বামীর পাশের বিছানায় ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখেন বুকে শিশু নেই। শিশুর নাম মোসাম্মৎ জিম।
জুয়েল ও সুমাইয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের খুরশিদ মহল গ্রামের বাসিন্দা। গত ৩১ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন জুয়েল মিয়া। পরে তাকে ৪০ নম্বর শয্যা বরাদ্দ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরনাগাদ শিশুটির কোনো খোঁজ মেলেনি। তিন মাসের শিশুকে হারিয়ে দিশেহারা সুমাইয়া বিলাপ করছেন। হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য ও পুলিশ শিশুটির সন্ধানে কাজ করছে।
সুমাইয়া জানান, রাতে জুয়েলকে বিছানায় শুইয়ে পাশের বিছানাতেই ঘুমিয়ে ছিলেন সুমাইয়া। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখেন বুকে তার জিম নেই।
তার চিৎকারে পুরো হাসপাতালে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। তখনই আনসার ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানিয়ে শিশুটিকে খুঁজতে থাকেন। তবে রাত পেরিয়ে গেলেও শিশু জিমকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, শিশুর স্বজনরা আমাদের জানিয়েছে। আমরা তাকে খুঁজছি।
