স্পিকারের সাথে অস্ট্রেলিয়ার সিনেটরের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১২:৩৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সরকার টেকসই উন্নয়নের লক্ষ্য নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ শিশু ও নারীদের সার্বিক উন্নয়নে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু ও মাতৃ মৃত্যু হ্রাসে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম বাস্তবায়ন করছে।
আজ বুধবার স্পিকারের কার্যালয়ে তার সাথে অস্ট্রেলিয়ার সিনেটর ক্ল্যায়ার মুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
বৈঠককালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে আলোচনা করেন। সিনেটর ক্ল্যায়ার বাংলাদেশের আর্থ-সামাজিক সূচক ও টেকসই উন্নয়ন অগ্রগতির প্রসংশা করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধিদল সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
