ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ২০:৪৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী মন্ত্রণালয়েই নারীদের প্রবেশ নিষেধ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়েই খোদ নারী কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এই ভবনটিতে শুধুমাত্র পুরুষরাই প্রবেশ করতে পারবে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। 

ভারতিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার পর গোটা দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় তালেবান। তারা মন্ত্রীপরিষদে কোন নারী সদস্য রাখেনি। এমনকি গত বৃহস্পতিবার থেকে নারী বিষয়ক মন্ত্রণালয়ের ভবনও তালাবন্ধ করে দেওয়া হয়েছে।

নারী কর্মীরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই তারা কাজে আসছেন। কিন্তু তাদেরকে শুধুমাত্র ঘরে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের বাইরে আন্দোলন করার চেষ্টা করেন নারী কর্মীরা। এ বিষয়ে অবশ্য তালেবান মুখপাত্রের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০ বছর পর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের শাসন ব্যবস্থায় দেশটির নারীদের অনিশ্চিত ভবিষ্যত বরণ করতে হবে। ২০০১ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হয়।