ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৭:৫১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে আজ রোববার থেকে সারাদেশে ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। ৩০ টাকা দামে জনপ্রতি একজন গ্রাহক ২ কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, গত দুই বছরে দাম উর্ধ্বগতির অভিজ্ঞতার আলোকে পূর্ব পরিকল্পনা অনুসারে চলতি মাসে আমদানি করা পেঁয়াজ টিসিবির ট্রাকে বিক্রি শুরু করা হয়েছে। পেঁয়াজের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে সেলক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান। 

তিনি আরও জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করে। আজ থেকে রাজধানীসহ সারাদেশে এর সঙ্গে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। 

তিনি বলেন, প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি পেঁয়াজ বরাদ্দ করা হয়েছে। সারাদেশে মোট ৩৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ৮১ টি।